টিআরপি-র দুনিয়ায় আজ যে রাজা, কাল সে ফকির। কোন সপ্তাহে কে থাকবে শীর্ষে, আর কোন ধারাবাহিক সব লাইমলাইট হারিয়ে আচমকা চলে আসবে তলানিতে, তা কেউই জানে না। গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও শীর্ষে রইল ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। ঝুলিতে ৮.২ পয়েন্ট। আবার গত সপ্তাহে যুগ্মভাবে শীর্ষে থাকা অপর ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' বেশ খানিকটা পয়েন্ট হারিয়ে এই সপ্তাহে দ্বিতীয় স্থানে (৭.৭ পয়েন্ট)।
চতুর্থ স্থানে একইসঙ্গে রয়েছে একসময়ের শীর্ষ তালিকা আলো করে থাকা দুই ধারাবাহিক 'ধুলোকণা' এবং 'গাঁটছড়া'। রয়েছে 'খেলনাবাড়ি'ও। দারুণ টিআরপি দেওয়া জনপ্রিয় ধারাবাহিক 'ধুলোকণা' বন্ধ হয়ে যাবে বলে ইতিমধ্যেই শুরু হয়েছে দর্শকমহলে জল্পনা। ভক্তমহলে বেড়েছে ক্ষোভ। তাঁদের দাবি, কোনও কারণ ছাড়াই ওই ধারাবাহিক বন্ধ করে দিয়ে মোটেও ভাল কাজ করছে না চ্যানেল।
অন্যদিকে, আরও এক জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই' স্লট বদলের পরেও নিজের জায়গা ধরে রেখেছে সেরা দশে। সৌমিতৃষা-আদৃতরা রয়েছেন সাত নম্বরে।