সদ্য কৈশর থেকে ওঠা যুবকদের কাছে টেনিদার মতো একজন দাদাই 'সর্বেসর্বা'। তাই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের 'টেনিদা' একটা নস্টালজিয়া। এবার পটল ডাঙার চারমূর্তি ক্যাবলা, প্যালা, হাবুল ও টেনিদা ফিরছে বড়পর্দায়। সৌজন্যে সায়ন্তন ঘোষাল পরিচালিত 'টেনিদা অ্যান্ড কো.'। ছোটবেলার স্মৃতির ধুলো সরাতে টেনিদার ভূমিকায় দেখা যাবে অভিনেতা কাঞ্চন মল্লিককে। 'ঝাউবাংলোর রহস্য' গল্প ঘিরে তৈরি হয়েছে ছবি।
Porimoni-Eid: রাজ্যের প্রথম ইদ, খুদেকে নিয়েই খুশির উৎসব কাটাবেন পরী, ছেলের জন্য কী কী কিনলেন?
জমে যাবে গরমের ছুটি। ছবি মুক্তি পাবে ১৯ মে। আসলে 'মুখে মারিতম জগৎ' টেনিদা এমনি সাদাসিধে, অ্যাডভেঞ্চার প্রিয়। সে সব জানে, অথচ তাঁর সব জানার চোটেই বিপদে পড়তে হয় সাঙ্গপাঙ্গদের। তবুও সে মজার। এর আগে টেনিদার চরিত্রে অভিনয় করেছিলেন লেজেন্ডারি অভিনেতা চিন্ময় রায়। এবার টেনিদা কাঞ্চন।