'বাংলার মাটিতে বিশ্বের ছবি’। ৩ দশকের পূর্তি! ৩০তম কলকাতা অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঢাকে কাঠি পড়েই গিয়েছে। আগামী ৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী সিনেমার উৎসব। এবছর ২৯টি দেশের মোট ১৭৫টি ছবি দেখানো হবে ২৩টি ভেন্যুতে। বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের সিনেমাপ্রেমীরা সারা বছর মুখিয়ে থাকেন এই উৎসবের জন্য। চলচ্চিত্রের মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্যকে একজোট করা- সংক্ষেপে চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) বার্তা এটিই। এইবছর চলচ্চিত্র উৎসবের থিমসং লিখেছেন এবং গেয়েছেন নচিকেতা।
তবে এবারের চলচ্চিত্র উৎসবের জৌলুস অন্যান্য বারের থেকে যে খানিক কম হবে, তা আগেভাগেই টের পাওয়া যাচ্ছে। এখনও বিচার অধরা আরজিকর কাণ্ডের। টলিউডের বহু তারার সঙ্গে শাসক দলের মনোমালিন্যের ঘটনাতে নাকি এবছর অনেক টলিতারকাই ঘেঁষবেন না চলচ্চিত্র উৎসবের কাছেপিঠে। তবুও উদ্বোধন থেকে উপসংহার- ঢেলে সাজানো হয়েছে চলচ্চিত্র উৎসবের সূচি-অনুষ্ঠান। নবান্ন সূত্রে খবর এবছর উপস্থিত থাকতে পারেন জাভেদ আখতার, শাবানা আজমি, শত্রুঘ্ন সিনহার মতো সেলেবরা, মঞ্চ মাতাতে একদিন কলকাতা আসার কথা বিদ্যা বালানেরও। বেশ কিছু বাংলা ছবি ডানা মেলতে চলেছে এবছরের চলচ্চিত্র উৎসবে।
এবছরের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে দেখানো হবে তপন সিনহার কালজয়ী সিনেমা ‘গল্প হলেও সত্যি’, যা অনুষ্ঠিত হবে ধনধান্য অডিটোরিয়ামে। এছাড়াও চলচ্চিত্র উৎসবের ‘Centenary Tribute’ বা শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি বিভাগে থাকছে একগুচ্ছ তপন সিনহার ছবি। দেখানো হবে ‘কাবুলিওয়ালা’, ‘নির্জন সৈকতে’ এবং ‘হারমোনিয়াম’। এছাড়াও এই একই বিভাগে দেখানো হবে আরও ২টি বাংলা ছবি। অরুন্ধুতি দেবী অভিনীত ‘ভগিনী নিবেদিতা’ এবং হরিসাধন দাসগুপ্ত পরিচালিত ‘একই অঙ্গে কত রূপ’ ।
এবছর মোট ৭টি পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবির স্ক্রিনিং হবে Bengali Panorama বিভাগে। কোন কোন সিনেমা থাকছে তালিকায়? আর কখন দেখা যাবে? দেখে নিন একঝলকে…
পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘এই রাত তোমার আমার’, ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত। ছবি দেখা যাবে রবীন্দ্র সদনে, ৭ ডিসেম্বর, সন্ধ্যা ৬.৩০ মিনিটে। এবং নজরুল তীর্থে ৯ ডিসেম্বর ছবি দেখা যাবে সন্ধে ৫টা থেকে।
অভিজিৎ চৌধুরী পরিচালিত এবং ঋষভ বসু, কোরক সামন্ত, বাদশা মৈত্র অভিনীত ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ দেখা যাবে রবীন্দ্র সদনে ৯ ডিসেম্বর, সন্ধে ৬.৩০ থেকে এবং নজরুল তীর্থে ৫ ডিসেম্বর বিকেল ৫টা থেকে।
সুদীপ্তা চক্রবর্তী, কিঞ্জল নন্দ, সন্দীপ্তা সেন অভিনীত ‘আপিস’ও রয়েছে তালিকায়। ছবি দেখা যাবে রবীন্দ্র সদনে ৫ ডিসেম্বর, এবং নজরুল তীর্থে ১০ ডিসেম্বর। এছাড়াও এই বিভাগে দেখানো হবে আরও তিনটি বাংলা ছবি। ‘ভানু’, ‘মন মাতাল’ এবং ‘অহনা’।
সব মিলিয়ে শীতের শুরুতেই ঢেলে সাজছে নন্দন। দেশ বিদেশের ছবি দেখা যাদের নেশা, তাঁদের এই উৎসবের জন্য অপেক্ষা থাকে বছরভর। অবশেষে অপেক্ষা ফুরোচ্ছে, চোখ সার্থক করতে কোন কোন ছবি দেখবেন, লিস্ট করে ফেলুন আজই।