দিন এগিয়ে আসছে অনন্ত আর রাধিকার | বিয়ের আগে নানা রকম রীতি নিয়ম চলছে, চলছে প্রাক বিবাহ অনুষ্ঠান | মেগা বিবাহের আগে, মার্চেন্টস এবং আম্বানিরা একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন | সেই অনুষ্ঠানে গান গাইবেন বিশ্ববিখ্যাত গায়ক জাস্টিন বিবার | জানা গিয়েছে, সঙ্গীতে গান গাওয়ার জন্য বিবার পারিশ্রমিক নিয়েছেন ভারতীয় মুদ্রায় প্রায় ৮৩ কোটি টাকা|
সঙ্গীতে কে কে গাইবেন?
হবু কনের বন্ধু বান্ধবেরা নৃত্য পরিবেশনের মাধ্যমে জুটির প্রেমের গল্পের একটি প্রাণবন্ত চিত্রায়ন উপস্থাপন করবেন বলে জানা গিয়েছে| বিবার ছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন ভারতীয় শিল্পী বাদশা ও করণ আউজলা।
মেনুতে কি আছে?
টিক্কি, টমেটো চাট, পালক চাট, চানা কচোরি এবং কুলফি এমন রকমারি চাট থাকছে মেন্যুতে|