দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনে খানিকটা প্রাইভেসি চেয়ে নিয়েছিলেন অস্কারজয়ী গায়ক এ.আর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, ছোট্ট পোস্টে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছিলেন জুটিতে। তাঁদের বিচ্ছেদ ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বিচ্ছেদ ঘোষণা করেছিলেন রহমানের টিমের সদস্য তথা বেসিস্ট মোহিনী দে। আর অনেকেই এই দুই বিচ্ছেদের ঘটনা থেকে দুইয়ে দুইয়ে চার করেছেন। রহমানের সঙ্গে মোহিনীকে জড়িয়ে নানা কথা রটতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। রহমান সায়রার বিচ্ছেদের মাঝে মোহিনীকে দায়ী করেছিলেন অনেকেই।
এবার এই গোটা ঘটনায় মুখ খুললেন রহমানের পরিবার। বিচ্ছেদ ঘোষণার পর থেকেই তাঁদের নিয়ে যে কাদা ছোঁড়াছুড়ি চলছে তা নিয়ে বেজায় বিরক্ত রহমান স্বয়ং। বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা যা চলছে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রহমানের সন্তানেরা। তাঁদের সম্পর্কে এই মিথ্যে রটনা ছড়ালে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলেন রহমান। সময় বেঁধে দিয়ে তিনি জানিয়েছেন, এরপর মানহানির মামলা করা হবে।
সম্প্রতি রহমানের এক্স হ্যান্ডলে তাঁর আইনজীবীদের তরফ থেকে একটি নোটিশ পাঠানো হয়, যেখানে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে রহমান এবং সায়রার বিচ্ছেদ নিয়ে যাঁরা আপত্তিকর পোস্ট করেছেন ২৪ ঘণ্টার মধ্যে সেসব সরিয়ে ফেলতে। নইলে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে।
বাবাকে নিয়ে চর্চায় ফুঁসে উঠেছেন রহমানের সন্তানেরাও। রহমান কন্যা রহিমা ফেসবুকে লিখেছেন, ‘সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দুকেরা , ছড়িয়ে দেয় বোকারা এবং বিশ্বাস করে নির্বোধেরা।’ রহমানের ছেলেও এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে জানান, ‘আমার বাবা একজন ঐতিহ্যশালী শিল্পী। শুধুই নিজের কাজের জন্য নয়। তাঁর মূল্যবোধের জন্যও তিনি মানুষের ভালবাসা ও সম্মান অর্জন করেছেন।’ ঘটনায় মোহিনী জানান, এই গুজব নিয়ে কথা বলে নিজের সময় নষ্ট করতে চান না তিনি।
উল্লেখ্য, মোহিনীর দুই হাতে তোলা সুরে বুঁদ গোটা সঙ্গীত বিশ্ব। এই বাঙালি মেয়ের কারণেই কি ঘর ভাঙল লিভিং লেজেন্ড রহমানের? এই প্রশ্ন যখন চারিদিকে, তখন রহমানদের আইনজীবী জানিয়েছিলেন মোহিনীর সঙ্গে এই বিচ্ছেদের কোনও যোগই নেই। তিনি জানান, এই সম্পর্ক স্লো ফেডেড। দীর্ঘ দিনের তিক্ততা জমতে জমতে রহমান এবং সায়রার সম্পর্ক ভাঙতে বসেছে। আইনজীবী এও জানিয়েছেন, দুপক্ষ আপ্রাণ চেষ্টা করেছেন সব মিটিয়ে নেওয়ার, কিন্তু সম্ভব হয়নি। তাই বুকে পাথর চেপেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁদের। কিন্তু এই বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই জোর চর্চা শুরু হয় রহমানকে নিয়ে। যা নিয়ে বেজায় ব্যথিত তাঁর ভক্তরাও।