প্রত্যাশামতোই অতি ধূমধাম করে শুরু হয়ে গেল ২৮-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটের সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে যেন প্রকৃত অর্থেই চাঁদের হাট! অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, জয়া বচ্চন, রানি মুখোপাধ্যায়, কুমার শানু, অরিজিৎ সিং, প্রসেনজিত চট্টোপাধ্যায়, দীপক অধিকারী, রঞ্জিত মল্লিক, আবির চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী এবং চঞ্চল চৌধুরী- এ যেন রীতিমতো তারার আসর! সঞ্চালনার দায়িত্বে ছিলেন জুন মালিয়া ও সাহেব চট্টোপাধ্যায়।
এই উৎসবে উদ্বোধনী ছবি ‘অভিমান’, যাতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল জয়া বচ্চনকে। পরিচালক ছিলেন হৃষীকেশ মুখোপাধ্যায়। এ বছর তাঁরও শতবর্ষ। প্রয়াত পরিচালককেও দেওয়া হবে বিশেষ সংবর্ধনা। এ দিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বলেন “আমি সাহিত্যের ছাত্র। তাই এখানে এসে আরও ভাল লাগছে।”
বক্তৃতা দিতে উঠে আবেগাপ্লুত হয়ে পড়েন অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান পর্যন্ত সকলেই। 'বাংলার জামাই'-কে নিয়ে বলতে উঠতে একটু অভিমানীও শোনায় জয়া বচ্চনের কণ্ঠ। মহেশ ভাটের বক্তব্যে উঠে এলো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। রানি মুখোপাধ্যায় ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর আবদারে গান গাইলেন কুমার শানু এবং অরিজিৎ সিং। বাবার অসুস্থতা সত্ত্বেও হাজির চঞ্চল চৌধুরী মন জিতে নিলেন সমস্ত দর্শকের।