কলকাতার হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার সকালে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলেই পরিবার ও হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে। তবে ঠিক কী কারণে মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
পরিচালাক পথিকৃৎ বসুর নতুন ছবি শাস্ত্রীর শুটিংয়ের জন্য কলকাতায় আছেন মিঠুন। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, এদিন সকালে তাঁর স্ট্রোক হয়। এই খবর খারিজ করে দিয়েছে মিঠুন চক্রবর্তীর পরিবার। মুম্বই থেকে অভিনেতার ছেলে মহাক্ষয় চক্রবর্তীর দাবি, রুটিন চেক আপের জন্য তাঁরা বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর থেকে বেশি কিছু নয়। একই দাবি করেছেন মিঠুনের পুত্রবধূ মাদলসা শর্মা।
Sandipta Sen: নাক টিপে, কান মুলে টেডিকে আদর সন্দীপ্তার, বললেন ‘লাভ মি মোর’
এদিন সকালে মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করান এই ছবির অন্যতম প্রযোজক সোহম চক্রবর্তী। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান, স্থিতিশীল রয়েছেন অভিনেতা। তাঁকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।