মুক্তি পাওয়ার পর কেটে গিয়েছে সপ্তাহখানেক। বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে কৌতূহল পৌঁছে গিয়েছে তুঙ্গে। ছবিটি নিয়ে নানা বিতর্কের মধ্যেই ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর জন্য ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করল কেন্দ্র। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তেমনই দাবি করা হল।
ছবিটিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী প্রমুখ। ইতিমধ্যেই এই ছবির টিকিট করমুক্ত হয়েছে গুজরাত, হরিয়ানা, মধ্য প্রদেশের মত রাজ্যে। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।
দর্শকদের একটি বড় অংশ মনে করছেন, কাশ্মীরী পণ্ডিতদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেছে এই ছবি। ‘দ্য কাশ্মীর ফাইল্স’-এ মুগ্ধ পরেশ রাওয়াল, ইয়ামি গৌতম, বরুণ ধবনদের মতো তারকাও। তবে এই একই ছবি ঘিরে রয়েছে ভিন্ন মতও। অনেকের মতে, স্রেফ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়াতেই ব্যবহার করা হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের ইতিহাস।