নানা তর্ক-বিতর্ক নিষেধাজ্ঞা, বক্স অফিস সাফল্য সব মিলিয়ে রোজ শিরোনামে 'দ্য কেরালা স্টোরি'। চর্চার মাঝেই পথ দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’-র নায়িকা এবং পরিচালক। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন দু'জনেই।
পরিচালক সুদীপ্ত সেন এবং অভিনেত্রী অদা শর্মা করিমনগরে, হিন্দু একতা যাত্রার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনার কবলে পড়েন দু’জন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। তবে বিপদ খুব বড় নয়, বলেই ভক্তদের আশ্বস্ত করেছেন আদা।
অদা জানিয়েছেন, দলের সবাই ঠিক আছেন, বড় কোনও বিপদ হয়নি তাঁদের।