দাদাগিরি শেষ হওয়ার পর, এই মুহূর্তে জি বাংলার পর্দায় চলছে সা রে গা মা পা লেজেন্ডস। সম্পূর্ণ নতুন এই শো-তে সঞ্চালকের ভূমিকায় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই বিশেষ শো-এ অংশ নিচ্ছেন বাংলা ও মুম্বইয়ের জনপ্রিয় শিল্পীরা । তবে এই শোয়ের মেয়াদ বেশিদিনের নয়। এর পরেই শুরু হবে ‘সা রে গা মা পা’। এই জনপ্রিয় শোয়ের সঞ্চালক হিসেবে এবারেও দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। তবে বিচারকের আসনে এবার থাকছে চমকের পর চমক।
শো পরিচালনার দায়িত্বে থাকছেন অভিজিৎ সেন। পরিচালক জানিয়েছেন, আগের সিজনগুলিতে কিছুজন ছিলেন মেন্টর কিছুজন বিচারক। কিন্তু এই সিজনে মেন্টর বলে কিছু থাকছে না।
বিচারকের আসনে কারা থাকছেন জানেন?
শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, জাভেদ আলি, জোজো, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী আর ইন্দ্রদীপ দাশগুপ্ত।