‘গন্দি বাত-৬’-এর পোস্টারে মা লক্ষ্মী! এবার বিতর্কের মুখে একতা কাপুর। অভিযোগ অল্ট বালাজি-তে মুক্তি পাওয়া ‘গন্দি বাত ৬’-এ হিন্দুদের দেবী লক্ষ্মীকে অপমান করা হয়েছে। জনপ্রিয় এই সিরিজের পোস্টার ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
পদ্মাসনের উপর মুখ ঢাকা লাস্যময়ী নারী, চোখ যাচ্ছে তাঁর বক্ষ বিভাজিকাতেও। ঠোঁটে তর্জনী রেখে সকলকে যেন চুপ করতে বলছে সে। এতেই ঘি পড়ে আগুনে। এই ঘটনায় একতা কাপুরের কাছে ক্ষমা চাওয়ার দাবিও উঠেছে। দাবি উঠেছে অল্ট বালাজি বয়কটেরও।