এই মুহূর্তে এপার-ওপার দুই বাংলার হাওয়াই কার্যত 'চঞ্চল'। হাওয়া মুক্তির আগে থেকেই দর্শকদের উৎসাহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল চঞ্চল চৌধুরী অভিনীত 'হইচই' (Hoichoi) এর সিরিজ 'কারাগার' (Karagar)। প্রথম সিজন দেখার পর থেকেই দর্শকদের অপেক্ষা ছিল দ্বিতীয় সিজনের জন্য৷ হইচই জানিয়েছিল 'কারাগার' এর দ্বিতীয় সিজন আসবে ১৫ ই ডিসেম্বর, কিন্তু খোদ চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) এবার দিলেন দুঃসংবাদ।
তিনি জানান ১৫ তারিখ আসছে না কারাগার পার্ট ২। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে তিনি জানান "বিশ্বকাপ ফুটবলের কারণে কারাগার পার্ট-২ আসবে এক সপ্তাহ পর"। অর্থাৎ ১৫ ই ডিসেম্বরের জায়গায় কারাগার মুক্তি পাবে ২২ ডিসেম্বর। বহুপ্রতীক্ষিত এই সিরিজের মুক্তি এক সপ্তাহ পেছানোয় চঞ্চলের মেজাজ ও যে খারাপ, সেকথাও জানাতে ভোলেননি অভিনেতা।
আরও পড়ুন : গোরা-পুপের জুটি পর্দাতেই সফল, বাস্তবে মিমির সঙ্গে কথাই বলেন না অর্জুন
কারাগারের পার্ট ১ মুক্তি পেয়েছিল অগাস্ট মাসে। এপার ওপার দুই বাংলাতেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে সিরিজটি। এপার বাংলায় কারাগার দেখার পরেই মূলত চঞ্চল চৌধুরীকে নিয়ে দর্শকমহলে প্রত্যাশা বেড়েছিল। কারাগার পার্ট ২ দেখতে তাই এখন অধীর অপেক্ষা। কারাগারের প্রথম সিজনে যে রহস্য তৈরি হয়েছিল, তারই জট খুলবে দ্বিতীয় সিজনে।