আবারও একসঙ্গে পর্দায় আবীর চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। তাঁদের প্রথম ছবি ‘ফাটাফাটি’ বাঙালি দর্শকদের হলমুখী করেছিল। ফের এই জুটিকে পর্দায় ফেরাচ্ছেন পরিচালকদ্বয় শিবপ্রসাদ এবং নন্দিতা। মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল ‘বহুরূপীর’ শ্যুটিং। এই ছবি বড় পর্দায় আসবে পুজোর সময়।
এই ছবি শ্যুটিং হওয়ার কথা টানা ৪০ দিন ধরে। শিবু-নন্দিতার পরিচালনায় উইন্ডোজ প্রোডাকশনের সবচেয়ে বড় বাজেটের ছবি হতে চলেছে ‘বহুরূপী’ ।
উল্লেখ্য , আবীর -ঋতাভরী ছাড়াও ছবির নানা চরিত্রে কৌশানি মুখোপাধ্যায় এবং শিবপ্রসাদ স্বয়ং। এবারও সত্যি ঘটনা অবলম্বনে ছবি। ১৯৯৩ থেকে ২০০৫-এর মাঝে ঘটে যাওয়া নানা অপরাধমূলক ঘটনা এই ছবির প্রেক্ষাপট।