গুরুতর অসুস্থ প্রবীণ নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী (Bivash Chakraborty) । হৃদরোগে আক্রান্ত হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি । হাসপাতাল সূত্রে খবর, তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে এবং স্টেন্ট বসানো হয়েছে । আপাতত স্থিতিশীল রয়েছেন বিভাস চক্রবর্তী (Bibhas Chakraborty suffering from heart attack) ।
বেশ কয়েক দিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন । তাঁর ভাইপো বৈজয়ন্ত চক্রবর্তী জানান, শুক্রবার বাড়িতে আচমকাই অসুস্থ বোধ করছিলেন বিভাস চক্রবর্তী । সঙ্গে সঙ্গে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি । চিকিৎসকেরা অ্যাঞ্জিওগ্রাম করার পরই ধরা পড়ে ধমনীতে ব্লক রয়েছে । তৎক্ষণাৎ তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় ও স্টেন্ট বসানো হয় ।
আরও পড়ুন, Gourab Chatterjee: রেস্তোরাঁর বিল মেটাতে গিয়ে লজ্জায় পড়তে হয়েছিল মহানায়কের নাতিকে! অকপট গৌরব
নাট্যজগতে ভীষণ জনপ্রিয় বিভাস চক্রবর্তী । ‘নান্দীকার’ নাটকের দলে একাধিক নাটকে অভিনয় থেকেই তাঁর কেরিয়ার শুরু । পরবর্তীকালে তিনি তৈরি করেন 'অন্য থিয়েটার' । পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমিরও সদস্য ছিলেন । তবে, ২০১৮ সালে বয়সজনিত কারণে সদস্যপদ ছেড়ে দেন । তাঁর অসুস্থতার খবরে উদ্বেগে নাট্যমহল ।