গ্ল্যামার জগতে থাকলে দামি পোশাক, অ্যাকসেসারিজ একটু ব্র্যান্ডেড হওয়াই চল। তারকাদের অধিকাংশই যেখানে পোশাক রিপিট করেন না, সেখানে এই সেলেব সস্তার পোশাকেই স্বচ্ছন্দ।
বলছি ম্রুনাল ঠাকুরের কথা। নিজেই জানিয়েছেন, অভিনেত্রী ২০০০ টাকার বেশি কোনও পোশাকের পেছনে খড়চ করেননি আজ পর্যন্ত। দু'হাজার টাকার বেশি দামের পোশাক পরাকে বিলাসিতাই মনে করেন ম্রুনাল।
Srijit-Oti Uttam: মহানায়কেই লক্ষ্মীলাভ! বক্স অফিসে দারুণ ব্যাবসা 'অতি উত্তম'-এর
তেলুগু ছবির সুপারস্টার! সীতারামাম, হাই নিন্না, পিপ্পা, লাভ সোনিয়ার মতো দারুণ সব ছবি ম্রুনালের ঝুলিতে। মূলত দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা হলেও নেটফ্লিক্স, অ্যামাজনের মতো ওয়েব প্ল্যাটফর্মের সৌজন্যে ম্রুণাল এখন সারা দেশেরই ঘরের মেয়ে। তাঁর অভিনয় প্রতিভা নিয়ে রীতিমতো চর্চা হয় পেজ থ্রি-তে।