বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক, ‘মিঠাই’ এর উচ্ছেবাবুর মহিলা ভক্তের সংখ্যা গুণে শেষ করা কঠিন কাজ হবে। একটি মাত্র ধারাবাহিক করেই সকলের মন কেড়ে নিয়েছিলেন উচ্ছে বাবু। মিঠাই শেষের পর আর সেভাবে তাঁকে পর্দায় দেখা যায়নি। সুখবর এবার, বড় পর্দায় দেখা যাবে আদৃতকে। এদিকে মিঠাইয়ের পরেই দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা।
Prosenjit Chatterjee: 'গানের ওপারে'র পর আবারও বাংলা ধারাবাহিকের প্রযোজনায় বুম্বাদা, TRP নিয়ে টেনশন হচ্ছে?
আদৃত শুরু করেছেন, আদ্যপান্ত কমার্শিয়াল একটি ছবি ‘পাগলপ্রেমী’র কাজ। উচ্ছেবাবুর সঙ্গে পর্দা ভাগ করে নেবেন মুনমুন রায়। SVF এর ব্যানারে এই ছবিতে দেখা যাবে নতুন একটি মুখ। একাধিক গহনার বিজ্ঞাপনের মুখ মুনমুন, এছাড়া পরিচালক সৃজিত মুখোপাধ্যার সঙ্গে একটি ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। এখন এই জুটি কতটা জমাতে পারে, তাই দেখার অপেক্ষা।