একই পাড়ায় সাংসদ-বিধায়কের বাড়ি, এমনটা শোনা গেলেও যেতে পারে, কিন্তু তা বলে একই আবাসনে একাধিক সাংসদ-বিধায়ক! বর্তমানে কিন্তু কলকাতাতেই এমন একটি আবাসন রয়েছে, যেখানে থাকেন দুই সাংসদ এবং এক বিধায়ক। অবাক হচ্ছেন? দক্ষিণ কলকাতার সেই বিলাসবহুল আবাসনে রয়েছে টলিউডের বহু তারকার ফ্ল্যাট। কোন আবাসন? কসবার আরবানা।
আরবানায় থাকেন ঘাটালের তিনবারের সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। দেব আগে সাউথসিটির ফ্ল্যাটে থাকতেন, বছর তিনেক শিফট করেছেন আরবানায়। বিলাসবহুল ফ্ল্যাটে নিজস্ব সুইমিং পুল রয়েছে দেবের। একা না, বাবা-মা-পোষ্যর সঙ্গে আরবানায় থাকেন দেব।
আরবানাতে ফ্ল্যাট রয়েছে ব্যারাকপুরের দু'বারের বিধায়ক রাজ চক্রবর্তী। স্ত্রী শুভশ্রী এবং ইউভান-ইলিয়ানা, রাজের মা সকলেই আরবানাতে থাকেন। ইউভানকে মাঝে মধ্যেই দেখা যায় কমপ্লেক্সে খেলা করতে। শুভশ্রীও বিভিন্ন ফটোশুট করে থাকেন আরবানার সবুজে ঘেরা কমপ্লেক্সের ভেতরেই।
এবার আসি একেবারে নতুন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায়। হুগলীর 'দিদি নম্বর ওয়ান' অবশ্য বহু বছর ধরেই ছেলের সঙ্গে আরবানায় থাকেন। রচনার নিজের সংস্থার মডেল তিনি নিজেই, অনলাইন বিজ্ঞাপনে রচনা প্রায়ই শুট করেন বিলাসবহুল আরবানার আনাচে কানাচে। কমপ্লেক্সের পুজোতেই অভিনেত্রী হইহই করেন খুব।