রাত পোহালেই জন্মদিন অভিনেত্রী শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra), কিন্তু উদযাপনের ছিটেফোটাও নেই, কারণ? অভিনেত্রীর শরীর ভাল নেই। মা-মেয়ে দুজনেই প্রায় শয্যাশায়ী।
মাথা যন্ত্রণা, গায়ে ব্যথা, জ্বর জ্বর ভাব অভিনেত্রী, শরীর খুবই দুর্বল, মেয়ে ঐশীরও নাকি কয়েকদিন আগেই ডেঙ্গু হয়েছিল, জন্মদিনের আগেরদিন অভিনেত্রীরও ডেঙ্গি পরীক্ষা হচ্ছে। তাই এ বছর আলাদা করে উদযাপন হচ্ছে না।
Imtiaz Ali visits Kolkata: ৫৪ টাকায় কচুরি-তরকারি-চা! কলকাতায় মজেছেন ইমতিয়াজ আলি
সম্প্রতি শ্রীলেখা মিত্রের প্রথম হিন্দি সিরিজের ঝলক সামনে এসেছে। বাংলায় মনে রাখার মতো কাজ করছেন অনেক, তবে আগের তুলনায় অনেকটাই বেছে বেছে কাজ করেন অভিনেত্রী।