“HE IS The BOSS”, টলিউডে তিনি এই নামেই পরিচিত। বাংলা সিনেমার চালচিত্র যখন ক্রমেই বদলাচ্ছে, অভিনেতারাও নিজেদের ভেঙেচুরে নিচ্ছেন, তখন জিৎ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন একই জায়গায়। বাণিজ্যিক বাংলা ছবির উপরেই ভরসা রেখে, অভিনেতা থেকে টলিউডের ‘সুপারস্টার’ হয়ে উঠেছেন জিৎ। ৩০ নভেম্বর ছিল বসের জন্মদিন। ৪৬ এ পা দিলেন অভিনেতা। জিৎ এর জন্মদিনে, তাঁর বাড়ির সামনে উপচে পড়ল ভক্তদের ঢল। প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানাতে কেক, বেলুন, পোস্টার হাতে জড়ো হলেন অনুরাগীরা। ব্যালকনি থেকে ‘কিং’ এর কায়দায় হাত নাড়লেন জিৎ।
পরনে তাঁর গ্রে রঙের হুডি, জিনসের জ্যাকেট। তাঁকে দেখতেই ভক্তরা বাঁধ ভাঙা উত্তেজনা। কয়েক হাজার ক্যামেরা তাঁর দিকে তাক করা। মাইক হাতে অভিনেতা বললেন, ‘আপনারা প্রতি বছর এই দিনটায় এখানে আসেন। সেটা খুব স্পেশ্যাল, অনেক স্মৃতি রয়েছে।’
Tota Roychowdhury: হিন্দিতে পরপর কাছের মাঝে কেন বাংলায় ছুটে আসেন টোটা? কার জন্য?
ভক্তদের আবদারে সংলাপও বলেন অভিনেতা। দিন কয়েক আগেই দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন অভিনেতা জিৎ। এদিন ব্যালকনিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল মেয়ে নবন্যাকেও।