বাবা-ছেলের প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি এসেছিল সেলিম (Salim Khan) খানের কাছে, তাঁর প্রেক্ষিতেই সেলিম খানের বয়ান রেকর্ড করল পুলিশ।
সম্প্রতি পাঞ্জাবের বিখ্যাত গায়ক সিধু মুসে ওয়ালাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে লরেন্স বিষ্ণোইয়ের। বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan) এবং তাঁর বাবা সেলিম খানকে প্রাণে মারার হুমকি (Threat letter) দিয়ে যে চিঠি পাঠানো হয়েছে, তাতেও প্রেরকের নাম হিসেবে উল্লেখ রয়েছে এলবি। তারপরই রাতারাতি সলমন খান এবং তাঁর বাবা সেলিম খানের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মুম্বই পুলিশ। সলমন খানের অ্যাপার্টমেন্টের চারদিকে ২৪ ঘন্টা পুলিশ মোতায়েন রাখা হচ্ছে।
KK's song released: গুলজারের লিরিকে মুক্তি পেল সৃজিতের ছবির গান, শুধু শুনতে পেলেন না কেকে নিজেই
রবিবার প্রাতঃভ্রমণে গিয়ে সেলিম খান একটি হুমকি চিঠি পান। পুলিশ ইতিমধ্যে এই নিয়ে তদন্ত শুরু করেছে। তবে জানা গিয়েছে বিষ্ণোই গ্যাঙের সঙ্গে সলমন খানের শত্রুতা বহুদিনের।