১৪৩০, বাংলার আস্ত একটা নতুন বছর দরজায় কড়া নাড়ছে। বর্ষবরণে উপহার হিসেবে দর্শক পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি। তিন তিনটে বাংলা ছবি দিয়ে শুরু হচ্ছে বাংলা বছর। বাংলা ছবির দর্শকদের জন্য বৈশাখী উপহার।
বেশভুষা জটায়ুর মত। অথচ নেশা এবং পেশায় মিল রয়েছে ফেলুদার সঙ্গে। এ হেন একেন বাবু এখন বঙ্গ জীবনের অঙ্গ। সাত সিজনের ওয়েব সিরিজের পর বড় পর্দাতেও হিট একেন। দার্জিলিং-এর পর এবার একেন রাজস্থানে । সোনার কেল্লার স্মৃতি উস্কে মুক্তি পাচ্ছে 'রুদ্ধশ্বাস রাজস্থান'।
১৪ এপ্রিল, শুক্রবার পর্দায় মুক্তি পাচ্ছে 'শেষ পাতা'। ট্রেলার বলছে, মুক্তি পেতে চলেছে প্রসেনজিতের আরও একটি মাস্টারপিস। শেষপাতায় বুম্বাদা ছাড়াও রয়েছেন গার্গী রায়চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায় এবং রায়াতি ভট্টাচার্য। ট্রেলারের পরতে পরতে এক আশ্চর্য বিষণ্ণতা রয়েছে।
একই দিনে আসছে অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত ছবি লাভ ম্যারেজ। সঙ্গে রয়েছেন রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য। বাংলার নতুন বছর শুরুটা না হয় হোক রোম্যান্টিক কমেডি দিয়েই।