বাংলা সিনেপ্রেমীদের জন্য মন ভাল করা শুক্রবার একটা। একই দিনে তিন তিনটে বাংলা ছবি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে, সামনে লম্বা উইকেন্ড। তার আগে এর চেয়ে ভাল খবর আর কীই বা আছে? আর একেকটা এক এক জঁর বাংলা ছবি।
মুক্তি পাচ্ছে কোউশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় 'কাবেরী অন্তর্ধান রহস্য'। উত্তাল সাতের দশকের প্রেক্ষাপটে গড়ে ওঠা কাহিনী। আছেন কৌশিক নিজে, সঙ্গে প্রসেনজিৎ-অপরাজিতা-শ্রাবন্তীরা।
স্বাদ একটু বদলাতে চাইলে নতুন পরিচালক রাহুলের পরিচালনায় দেখতে পারেন 'দিলখুশ', ছবির ট্রেলার বলে এই সময়ে দাঁড়িয়ে নানা বয়সের নানা রকমের সম্পর্কের নির্যাসটুকুকেই ধরতে চেয়েছে এই ছবি।
অন্যদিকে সপ্তাশ্ব বসুর পরিচালনায় পরমব্রত-শুভশ্রী জুটি আরও একবার আসছে পর্দায়। ডঃ বক্সি ছবিতে পরমব্রত এক চিকিৎসক, শুভশ্রীর চরিত্রটি এক নামি লেখিকার, এ ছবির পরতে পরতে রহেছে রহস্য।