দিওয়ালিতে হইহই করে মুক্তি পেয়েছে সলমন খান ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার ৩। প্রথম দিনে ৪৪.০৫ কোটি টাকার ব্যবসা করল সল্লু মিয়াঁর ছবি। দিওয়ালিতে রিলিজ করা বলিউড ছবির ক্ষেত্রে যা সর্বকালীন রেকর্ড।
আলোর উৎসবে মেতেছে গোটা দেশ, তার মধ্যেই সমস্ত প্রেক্ষাগৃহ মিলিয়ে ৪১ শতাংশ দর্শক রুপোলি পর্দায় ভাইজানের অ্যাকশনের স্বাদ নিয়েছেন। পরিসংখ্যান বলছে, নাইট শোতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ টাইগার ৩ দেখেছেন।
GoldAnd Silver Price: কালী পুজো পেরোতেই সোনায় সোহাগা, কতটা কমল সোনা-রুপোর দাম?
টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি হল এটি। ২০১২ সালে প্রথম মুক্তি পায় এক থা টাইগার। এরপর ২০১৭ সালে আসে টাইগার জিন্দা হ্যায়। তারপর এল টাইগার ৩