দীর্ঘ প্রতীক্ষার অবসান। মুক্তি পেল সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত ছবি 'টাইগার ৩'-এর ট্রেলার ('Tiger 3' Trailer Out)। মাত্র ২ মিনিট ৫১ সেকেন্ডের এই ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে অ্যাকশন মুডে দেখা গিয়েছে সলমনকে (Salman Khan)। কম যাননি ক্যাটরিনা কাইফও (Katrina Kaif)। একেবারে রণংদেহি মূর্তিতে ধরা দিয়েছেন তিনি। টাইগারের পাশাপাশি ধুন্ধুমার স্টান্ট করতে দেখা গিয়েছে তাঁকেও।
এই ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। ট্রেলারের প্রথম থেকেই দেখা যাচ্ছে প্রতিশোধের আগুনে জ্বলছেন তিনি। টাইগারের পরিবার, দেশ সব ধ্বংস করাই তাঁর একমাত্র লক্ষ্য।
আরও পড়ুন - কপ ইউনিভার্সে এবার দীপিকা পাড়ুকোন, 'সিংঘম এগেইন'-এ তাঁর লুক প্রকাশ্যে
ভিলেনকে নিকেশ করে কী ভাবে নিজের পরিবার আর দেশকে বাঁচাবেন টাইগার? এই নিয়েই টাইগার-৩-এর গল্প বুনেছেন পরিচালক মণীশ শর্মা। আগামী ১২ নভেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।