২০৭০-এর পৃথিবী দেখবেন ? এমন একটা পৃথিবী, যেখানে শুধুই ভ্রষ্টাচার । যেখানে কোনও আশা নেই, যেখানে কোনও ক্ষমা নেই । একদিন সেখানেই জন্ম নেবে এক নায়ক । ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়বে । আর তারই গল্প বলবে 'গণপথ' (Ganpath Teaser Released)। বহু প্রতীক্ষার পর অবশেষে শুক্রবার মুক্তি পেল বিকাশ বেহল পরিচালিত সিনেমা 'গণপথ'-এর টিজার । মুখ্য ভূমিকায় অভিনয় করছেন টাইগার শ্রফ (Tiger Shroff), কৃতি স্যানন (Kriti Sanon), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) । ২০ অক্টোবর মুক্তি পাবে সিনেমা ।
টিজার দেখে বোঝা গেল, সিনেমা হতে চলেছে একেবার অ্যাকশন প্যাকড । গণপথের টিজারটি একটি ডাইস্টোপিয়ান যুগের । যেখানে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, অত্যাচারিত হচ্ছে । তাঁদের ত্রাণকর্তা বা 'নায়ক' হলেন টাইগার শ্রফ । ধ্যানে মগ্ন থাকেন টাইগার । কিন্তু, মানুষের জন্য বারবার হাত বাড়িয়ে দেন । টিজারের এক ঝলকে বলে দিচ্ছে টাইহার শ্রম ইজ ব্যাক । নজর কেড়েছেন কৃতি স্যাননও । টিজারে মারকাটারি অ্যাকশন করতে দেখা গেল নায়িকাকে । গণপথের মধ্যে দিয়ে ফের জুটি বাঁধলেন তাঁরা ।
আরও পড়ুন, New Web Series Andar Mahal: ইশা-সৌরভ-স্বস্তিকার 'অন্দরমহল' , গল্প বুনেছেন 'ডাকঘর'-এর পরিচালক
অমিতাভ বচ্চনের চরিত্রটিও একটু অন্য ধরনের । সাদা পোশাকে বৃদ্ধের লুকে দেখা গিয়েছে তাঁকে । টিজারের ব্যাকগ্রাউন্ডে শোনা গিয়ে তাঁর কন্ঠস্বর । শুধু তাই নয়, ভিএফএক্স-এর দারুণ ব্যবহার করা হয়েছে এই সিনেমায়