আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল' ২০২৪ সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবি গুলির মধ্যে একটি। আল্লুর জন্মদিনের দিনেই প্রকাশ্যে এসেছিল ছবির প্রথম ঝলক। তারপর থেকেই কার্যত ছবি মুক্তির দিন গুণছেন দর্শকেরা। টিজারেই জানা গিয়েছিল হিন্দি তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ভাষার সঙ্গে বাংলা ভাষাতেও মুক্তি পাবে ‘পুষ্পা দ্য রুল’। বাংলায় ছবি মুক্তি পাবে আর তাতে বাংলা গান থাকবে না, এ আবার হয় নাকি?
ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন, এই প্যান ইন্ডিয়ার ছবিতে বাঙালি গায়কের কণ্ঠে শোনা যাবে বাংলা গান। তিনি ‘ফকিরা’ ব্যান্ডের ভোকালিস্ট তিমির বিশ্বাস। যদিও এ ব্যাপারে এখনই সরাসরি মুখ খুলতে নারাজ গায়ক। তাঁর কথায়, ”পুরো ব্যাপারটাই এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এই বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না। ”
Rahul Roy: বলিউডের 'আশিকি বয়' এবার বাংলা ছবিতে, স্ক্রিন শেয়ার করবেন খরাজের সঙ্গে
উল্লেখ্য, অপেক্ষার এখনও বেশ কিছুটা দিন বাকি। আল্লুর স্ত্রী শ্রীভল্লীর ভূমিকায় অভিনয় করবেন রশ্মিকা। অ্যাকশন, নাচ, গানে ভরপুর এই ছবি মুক্তি পাবে আগামী ১৫ অগাস্ট।