বিশ্বকাপের টানে ফুটবলপ্রেমী বাঙালিদের অনেকেই ছুটে গিয়েছেন কাতারে। মদন মিত্রের পরে সেই তালিকায় নাম লেখালেন তৃণমূলের আরেক বিধায়ক অদিতি মুন্সি (Aditi Munshi)।
স্বামী দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) সঙ্গে ছুটি কাটাতে কাতার গিয়েছেন সংগীতশিল্পী-বিধায়ক অদিতি। আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচে মেসিদের হয়েই গলা ফাটাচ্ছন তাঁরা। দুজনের গায়েই ছিল নীল-সাদা জার্সি।
Madan Mitra: কাতার থেকে মমতা, অভিষেকের জন্য কী উপহার আনলেন মদন?
অদিতির মতোই তাঁর স্বামী দেবরাজও রাজনৈতিকজগতে পরিচিত মুখ। বিধাননগর পুরনিগমের কাউন্সিলর তিনি। কাতারের মাটিতে পা দিয়ে দেশের পতাকা ওড়ালেন অদিতি। বিশ্বকাপের মঞ্চে পা দিয়েও বাংলাকে ভোলেননি অদিতি। ইস্টবেঙ্গলের সমর্থক অদিতির সর্বক্ষণের সঙ্গী ছিল লাল হলুদ পতাকাও।
ইতিহাসে জায়গা করে নেওয়া স্টেডিয়াম ৯৭৪য়ে বসে খেলা দেখলেন অদিতি-দেবরাজ।