আটদিন ব্যাপী চলা ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ শেষ দিন। মঙ্গলবার সন্ধেয় দেশি-বিদেশি ছবির নানা বিভাগে জয়ীদের নাম ঘোষণা হবে রবীন্দ্রসদনে।
গত ৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোরে এক তারকাখচিত সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছিল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের। পরের সাত দিন ধরেই শহরের ২৩ টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে নানা ছবি। আজ উৎসবের শেষ দিন।
এ বছর প্রতিটি প্রেক্ষাগৃহেই ছিল ফ্রি পাসের বন্দোবস্ত। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হবে নানা বিভাগের প্রতিযোগিতায় অংশ নেওয়া ছবির সম্মান জ্ঞাপন।