বসন্ত যদি প্রেমের মাস হয়, বর্ষা কি তবে বিচ্ছেদের? বাংলা বিনোদন জগতে কান পাতলে শুধুই বিচ্ছেদের সুর। যীশু সেনগুপ্ত-নীলাঞ্জনার ২০ বছরের সংসারে ফাটলের গুঞ্জন তো ছিলই, মাঝে শোনা গিয়েছিল অর্জুন চক্রবর্তী এবং তাঁর স্ত্রীয়ের মধ্যেও সম্পর্কের অবনতি হয়েছে। এবার ঋষি কৌশিকের ঘরও কি ভাঙার মুখে? রাখঢাক নয়, অভিনেতা কিন্তু নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গুচ্ছের অভিযোগ জানিয়েছেন।
দিন দুয়েক আগে সম্পর্ক ভাঙা নিয়ে একটি পোস্ট করেছিলেন ঋষি কৌশিক, তখন থেকেই দর্শকেরা অভিনেতার সংসারে ভাঙ্গন আঁচ করেছিলেন। বৃহস্পতিবার ঋষি একটি ভিডিয়ো আপলোড করেন ফেসবুকে, সেখানে নামোল্লেখ না করেই এক বিবাহিত দম্পতির ক্রমাগত খারাপ হতে থাকা সম্পর্কের ছবি তুলে ধরেন, এও বলেন, যে সেই দম্পতির বৈবাহিক জীবন কেটেছে ১২ বছর। তা থেকে নেটিজেনদের বুঝে নিতে বাকি থাকে না, নিজের জীবনের গল্পই বলছেন অভিনেতা।
স্ত্রী দেবযানীর বিরুদ্ধে ঋষির গুচ্ছের অভিযোগ। তাঁর 'বেপরোয়া' জীবন নিয়ে শুরু থেকেই সমস্যা ছিল বলে উল্লেখ করেছেন অভিনেতা। ভিডিয়োয় অভিনেতার বক্তব্য শুনে আঁচ পাওয়া গিয়েছে, তিনি নিজে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। তবে দুজনের আইনি বিবাহবিচ্ছেদ হয়েছে কীনা, তা এখনও স্পষ্ট নয়।