সেলেবদের প্রেমের খবর টলিপাড়ায় চাপা থাকে না। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অভিনেত্রী অনুষা বিশ্বনাথন নাকি প্রেম করছেন টালিগঞ্জেরই এক নায়কের সঙ্গে। ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আনেননি দুজনের কেউই। তবে দোল উদযাপনের ছবি সামনে এল দুজনের।
অনুষা অল্প দিনেই টলি এবং টেলি পাড়ায় নাম করে ফেলেছেন। একাধিক সিনেমা, সিরিজে দেখা গিয়েছে তাঁকে। এখন ধারাবাহিক 'জল থৈ থৈ ভালবাসায়' তোতা হিসেবে বেশ জনপ্রিয় অভিনেত্রী। তাঁর জীবনেই নতুন প্রেম। মনের মানুষ নাকি পরিচালক-অভিনেতা আদিত্য সেনগুপ্ত।
সম্পর্কের কথা আড়াল রাখছেন দুজনেই, স্বীকার করছেন না প্রকাশ্যে। তবে পরমব্রত-পিয়ার বাড়িতে দোলের উদযাপনে অনুষা এবং আদিত্য একসঙ্গেই ছিলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ছবিই বলছে সে সব কথা।