দৌড়ে নাম লিখিয়েছিলেন টলিপাড়ার চেনা মুখ সোলাঙ্কি রায়ও (Solanki Roy)। কিন্তু শেষ হাসি হাসলেন 'মোহর'। স্টার জলসার মহিষাসুরমর্দিনী হচ্ছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ সোনামণি সাহা (Sonamoni Saha)। এবার অবশ্য লড়াই আরও হেভিওয়েটদের সঙ্গে।
দেবীপক্ষের সূচনাকাল যেন বাংলা টেলিভিশন চ্যানেলের জন্য বার্ষিক পরীক্ষার সময়। কে আনবে সেরা দুর্গা। জি বাংলায় মহালয়ার ভোর শুরু হবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly) দিয়ে। আর কালার্স বাংলায় দুর্গা হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। টেলিভিশনে, এই প্রথমবার। আর এই তাবড় অভিনেত্রীদের সঙ্গে প্রতিযোগিতায় নামলেন সোনামণি। চ্যালেঞ্জ নিতে যদিও দুবার ভাবেননি অভিনেত্রী।
Arpita Mukherjee look alike: বাংলা টেলিভিশনেই রয়েছে অর্পিতার লুক-অ্যালাইক, আপনি জানতেন?
মহালয়ার শুটিং ছাড়াও সামনেই বড় পর্দার কাজও রয়েছে সোনামণির হাতে। সেখানে জুটি বাঁধছেন প্রতীক সেনের সঙ্গে।