আজ সবার রঙে রঙ মেশাতে হবে। রঙের উৎসবে মাতল টলিপাড়া। ইন্ডাস্ট্রির অনেকেই আবার বছরের এই সময়টায় তিলোত্তমা ছেড়ে অনেকটা দূরে সময় কাটাচ্ছেন।
অভিনেত্রী মিমি চক্রবর্তী দোলের ঠিক আগ দিয়ে পরিবারের সঙ্গে গিয়েছিলেন বৃন্দাবনে, সেখান থেকে নানা ভিডিয়ো পোস্ট করেছেন। দোলের দিনটা অবশ্য মিমি এই শহরেই কাটিয়েছেন, দোল খেলেছেন অঙ্কুশদের সঙ্গে।
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় দোলের সময় ছিলেন বৃন্দাবনে। সেখান থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। অভিনেত্রী পার্নো মিত্র আবার এসবের থেকে একটু আলাদা ভাবেই সময় কাটাচ্ছেন। দোলের ছুটিতে শহরের সব ব্যস্ততা ভুলে জিরিয়ে নিচ্ছেন সিকিমের পাহাড়ে। পাহাড়ের কোলের নিস্বর্গ পার্ণো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।