ঘরের মাঠে সাইরাইজার্স হাইদ্রাবাদের বিরুদ্ধে নাটকীয় জয় দিলে আইপিএল দৌড় শুরু নাইটদের। শনিবাসরীয় সন্ধের ইডেন আলো করে শাহরুখের দলকে চিয়ার করতে হাজির ছিল টলিউডের একাংশ।
কেকেআর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের উত্তাপ নিতে গ্যালারিতে দেখা গেল টলিপাড়ার একঝাঁক তারকাকে। শ্রেয়স-রিঙ্কুদের সমর্থনে গলা ফাটালেন সৌরসেনী, বনি-সৌরভরা। বনি-সৌরভ সদ্য তিরুভনন্তপুরমে সিসিএল চ্যাম্প্যনশিপ জিতে ঘরে ফিরেছেন। নাইটদের সমর্থন করতে ইডেনে হাজির ছিলেন অভিনেত্রী ঋত্ত্বিকা সেনগুপ্ত।
Md Salim: রাজ্য সম্পাদক হয়েও ভোটপ্রার্থী, বঙ্গ সিপিএমের ইতিহাসে দ্বিতীয় নাম সেলিমের
ক্রিকেটের নন্দন কাননের শনিবারের ম্যাচ আরও জমকালো হয়ে উঠেছিল তারাদের উপস্থিতিতে। গ্যালারিতে উপস্থিত ছিলেন স্বয়ং শাহরুখ খানও।