কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সতর্কতা। বসন্তেই গরমের দাপট, শান্তি খুঁজতে পাহাড়ে যাচ্ছেন টলিপাড়ার তারকাদের অনেকেই। আর পাহাড় বললেই ভাসে বরফের ল্যান্ডস্কেপ। সেলেবদের সামার ডেস্টিনেশন হিসেবে এখন দারুণ হিট ভূস্বর্গ।
কাশ্মীরে ঘুরতে যাচ্ছেন তারকাদের অনেকেই। ভোটের বাজারে রাজনীতি থেকে অনেক দূরে মিমি চক্রবর্তী। সম্প্রতি, কাশ্মীর ঘুরে এলেন অভিনেত্রী। মনোমুগ্ধকর একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি।
Srijit-Oti Uttam: মহানায়কেই লক্ষ্মীলাভ! বক্স অফিসে দারুণ ব্যাবসা 'অতি উত্তম'-এর
টলিকাপল অনামিকা-উদয়ও ঘুরতে গিয়েছেন কাশ্মীর। সোনমার্গ থেকে দম বন্ধ করা সুন্দর সব ছবি/ ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদা টিম তো আবার সবে শহরে ফিরেছে ভূস্বর্গের শুট সেরে। নেটিজেনরা আর কী করেন দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন, চল্লিশ ছুঁই ছুঁই তাপমাত্রায় কাশ্মীরের ছবি দেখে মন ঠাণ্ডা করছেন সকলে।