ভোটের সময় তাঁরা একে অন্যের প্রতিদ্বন্দী। কারোর দল আলাদা, কারোর প্রচার একে অন্যের বিরুদ্ধেই। কিন্তু পুজো এলে সেই রেশারেশি কোথায়? পুজোর জমাটি আড্ডায় নুসরত-শ্রাবন্তী-তনুশ্রীরা।
আড্ডায় মশগুল রাজ চক্রবর্তী-রুদ্রনীল ঘোষ। রাজনীতির মঞ্চে বিপক্ষ দলের সমর্থক তাঁরা। কিন্তু পুজো এলে ভুলেই যান রাজনীতির ময়দান। এ'কটা দিন পুজোর আড্ডায় খাপ খুলতে পারে না রাজনৈতিক মতবাদ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যশ-নুসরত-শ্রাবন্তী-শুভশ্রীদের জমাটি আড্ডার ছবিও। ছিলেন সস্ত্রীক আবির চট্টোপাধ্যায়ও। পুজো কদিন গল্প, আড্ডা, নাচে গানে একেবারে জমকালো উদযাপনে টলি পাড়ার তারকারা।