শুক্রবারেই জমজমাট টলিউডের 'বক্স অফিস'। বড়দিনের মরসুমে মুক্তি পেয়েছে তিন তিনটি বাংলা ছবি। সন্দীপ রায়ের 'হত্যাপুরী', অভিজিৎ সেন পরিচালিত দেব-মিঠুনের 'প্রজাপতি' এবং শিবপ্রসাদ নন্দিতা রায়ের বহুপ্রতীক্ষিত ছবি 'হামি টু'। আগেভাগেই হুড়মুড়িয়ে বিক্রি হয়ে যাচ্ছে ছবির টিকিট।
অগ্রিম বুকিংয়ের নিরিখে কোন ছবি এগিয়ে জানেন? আনন্দবাজার অনলাইনের তথ্য অনুযায়ী, প্রিয়াতে তিনটি ছবিই একটি করে শো পেয়েছে, এবং শুক্রবার তিনটি ছবিই দারুণ চলেছে। শনি রবিবারও হল হাউজফুল থাকবে বলেই আশা। তবে টিকিট বিক্রির নিরিখে বাঙালি সবচেয়ে বেশি দেখছেন 'প্রজাপতি' ছবি, তারপর হামি টু ও ফেলুদা।
'বিজলি' 'ছবিঘর'-এ স্থান পায়নি হত্যামঞ্চ। তবে আর দুই ছবির বিক্রি রমরমিয়েই চলছে। হলমালিকের কথায় ১৯ বিশ৷ তবে তিনটি ছবিই যে দর্শকদের হলমুখী করেছে তা বলাই বাহুল্য।