টলিউডের হার্টথ্রব আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। ওমন সুঠাম চেহারা, উচ্চতা, ব্যক্তিত্ব, গলার স্বর সব মিলিয়ে মাঝ বয়সেও অসংখ্য মহিলা ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। কখনও তিনি ব্যোমকেশ বক্সী, কখনও বা সোনাদা। পর্দায় তাঁর উপস্থিতি মানেই চেয়ার ছেড়ে ওঠার জো থাকে না। আবার সঞ্চালক হিসেবেও তিনি দারুণ। অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ। এদিন ৪২ বছরে পা দিলেন অভিনেতা।
আরও পড়ুন: চোখের পাতা নড়ছে না ঐন্দ্রিলার, অঙ্গ সঞ্চালন বন্ধ, অন্য হাসপাতালের চিকিৎসকদের তলব
দেখতে দেখতে ৪১ টা বসন্ত কাটিয়ে ফেললেন ঠিকই, কিন্তু তাঁর চেহারায় বয়স বাড়ার ছাপ বিন্দুমাত্রও নেই। বরং যত দিন যাচ্ছে ততই যেন গ্ল্যামার ঝরে পড়ছে অভিনেতার। ২০০৬ সালে পরিচালক অমিত দত্তের ‘রবিবারের বিকেলবেলায়’ টেলি ছবির হাত ধরেই অভিনয়ে হাতেখড়ি আবীরের। এরপর ২০০৯ সালে ‘ক্রস কানেকশন’ ছবির মাধ্যমে টলিউডে অভিষেক অভিনেতার। সেই থেকে আর কখনোই পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে টলিউডের সফল অভিনেতাদের তালিকায় প্রথমেই উঠে আসে তাঁর নাম।
তাঁর জন্য হাজার হাজার মহিলা ভক্তের ঘুম উড়লেও, আবীর কার্যত ‘ওয়ান ওম্যান ম্যান’, দীর্ঘদিন প্রেমের পর বন্ধু নন্দিনীর সঙ্গেই ২০০৭ সালে সাত পাক ঘোরেন অভিনেতা। তারপর চুটিয়ে সংসার, তাদের একটি মাত্র কন্যার নাম ময়ূরাক্ষী। জন্মদিনে অভিনেতার জন্য রইল একরাশ শুভেচ্ছা। পর্দায় আরও নতুন নতুন চরিত্রে যেন তিনি একইভাবে দর্শকদের মন জয় করতে পারেন। সব শেষে এডিটরজি বাংলার তরফ থেকে আবির চট্টোপাধ্যায়কে জানাই ‘শুভ জন্মদিন’