রাজ্যে যে ডেঙ্গু ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে তা বলাই বাহুল্য। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গুর কোপ টলিপাড়াতেও। ডেঙ্গু আক্রান্ত টলিউডের হার্টথ্রব আবীর চট্টোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই 'সোনা দার' অনুরাগীদের মন বেজায় খারাপ। সংবাদ মাধ্যমকে আবীর পত্নী নন্দিনী চট্টোপাধ্যায় জানান, সোমবার জানা গেছে আবীর ডেঙ্গু আক্রান্ত। "জ্বর থাকলেও বিরাট অসুস্থতা নেই আবীরের, চিকিৎসক বলেছেন অন্তত এক সপ্তাহ বিশ্রাম নিতে।"
আরও পড়ুন: ধুমধাম করে দেওয়া হয় গরুর বিয়ে, বাঁদনা পরবে মেতে ওঠেন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরবাসী
উল্লেখ্য, এ বছর পুজোয় আবীর চট্টোপাধ্যায় ওরফে সোনাদার 'কর্ণ সুবর্ণের গুপ্তধন' বক্সঅফিসে চূড়ান্ত হিট। পুজোর সময় তাই দম ফেলার জো ছিল না 'সোনা দা'র। এবার দীপাবলি মিটতেই বিছানায় পড়লেন আবীর। অন্যদিকে বলিউডের ভাইজান সলমন খানও ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
রাজ্যে রীতিমতো আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু। ইতিমধ্যেই ডেঙ্গুর বলি হয়েছেন একাধিক জন। নড়েচড়ে বসেছে নবান্ন-ও। স্বাস্থ্য দফতরের তৎপরতায় একাধিক জেলায় পুওরসভার তরফে চালানো হচ্ছে প্রচারাভিযান।