টলিউডের ‘হার্টথ্রব’ তিনি। ব্যোমকেশ, সোনা দা কিংবা মধ্যবিত্ত ছাপোষা স্বামীর চরিত্র, সবেতেই তাঁর অভিনয়ে চোখ জুড়িয়েছে দর্শকদের । কথা হচ্ছে আবীর চট্টোপাধ্যাকে (Abir Chatterjee) নিয়ে। সম্প্রতি তাঁর অভিনীত ‘ফাটাফাটি’ছবিটি বেজায় প্রশংসা কুড়িয়েছে । আবীর চট্টোপাধ্যায়কে দেখলেই সবার আগে চোখ যায় তাঁর গালের কাটা দাগটির দিকেই । যদিও তা অভিনেতার বিউটি স্পট বললেও ভুল হয় না।
The Kerala Story: ভয়াবহ পথ দুর্ঘটনা! হাসপাতালে 'দ্য কেরালা স্টোরি'র নায়িকা-পরিচালক
জানেন কী ভাবে এই দাগ গালে বসালেন আবীর ? নেপথ্যে একটি দুর্ঘটনা। ক্লাস সেভেনে পড়াকালীন সাইকেল চালাচ্ছিলেন অভিনেতা, এদিকে তখন বৃষ্টিও পড়ছিল। একটি বিড়াল চলে আসে অভিনেতার সামনে। তখনই পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখ থুবড়ে পড়েন আবীর। সাইকেলের হাতলে লেগে গভীরভাবে কেটে যায় অভিনেতার গাল। তারপর থেকেই সেই ক্ষতই বয়ে নিয়ে বেড়াচ্ছেন অভিনেতা।