দাদু উত্তম কুমার (Uttam Kumar)। দক্ষিণ কলকাতার অভিজাত পরিবারের সন্তান হয়েও রেস্তোরাঁয় খেতে গিয়ে একবার লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয় গৌরব চট্টোপাধ্যায়কে (Gaurab Chatterjee)। রেস্তরাঁর বিলের টাকা জোগাড় করতে রীতিমতো নাজেহাল হতে হয় মহানায়কের নাতিকে।
ঠিক কী হয়েছিল?
পুজোর সময় এক রেস্তোরাঁয় ভাই-বোনদের সঙ্গে খেতে গিয়েছিলেন গৌরব। অভিনেতার কথায়, সেই সময় তাঁদের ভাই-বোনদের সকলের কাছেই খুব কম টাকা থাকত। যেটুকু বাড়ি থেকে হাত খরচ পেতেন সেইটুকুই। সেই সময় সদ্য পাঁচ টাকার কয়েন বেরিয়েছিল। সেগুলি জমাতেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। কিন্তু খাবার পর বিল দেখে সকলের মাথায় হাত পড়ে গিয়েছিল। কারণ সেই সময় কারও কাছেই টাকা ছিল না। সবাই দাবি করেছিল, যদি ওই পাঁচ টাকার কয়েনগুলো গৌরব দিয়ে দেন কিন্তু সেই টাকা দিয়ে তো মোটেই রাজি ছিলেন না গৌরব।
আরও পড়ুন- শেষ হল কলকাতা চলচ্চিত্র উৎসব, পুরস্কার নিতে মেসিদের জার্সি গায়ে উঠলেন আর্জেন্টিনার পরিচালক
ফলে সেদিন অনেক কষ্ট করে টাকা জোগাড় করে রেস্তরাঁর বিল মেটাতে হয়েছিল গৌরব এবং তাঁর ভাই বোনদের। সম্প্রতি ছোটবেলার এমনই এক মজার ঘটনা দর্শকদের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা। যা স্পষ্টই বুঝিয়ে দেয় উত্তমকুমার তাঁর দাদু হলেও গৌরবের বেড়ে ওঠা ছিল আর পাঁচ জন সাধারণ ছেলে মেয়ের মতোই।