নিরন্তর বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দু'বার ক্যানসারের সঙ্গে লড়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিলেন ঐন্দ্রিলা, কিন্তু কদিনেই ব্রেন স্ট্রোকে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেত্রী, আর তার সঙ্গে সঙ্গে গোটা বাংলা তাঁর জন্য করছে নিরন্তর প্রার্থনা। তাদের একটাই বিশ্বাস এবারেও ফিনিক্সের মতো ফিরবেন অভিনেত্রী।
গোটা টেলি পাড়ার মন খারাপ। অপেক্ষা এখন একটাই ছটফটে মিষ্টি মেয়েটাকে হেসে খেলে বেড়াতে দেখার। এবার বন্ধু ঐন্দ্রিলার জন্য ঈশ্বরকে অভিমানের সুরে দুষলেন পিলু অভিনেতা গৌরব চৌধুরী। হাসপাতালেই ঐন্দ্রিলার সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। প্রথম দেখাতেই জমেও উঠেছিল বন্ধুত্ব। কিন্তু কেন এই মিষ্টি মেয়েকে এভাবে ভুগতে হচ্ছে এই প্রশ্নই উপরওয়ালাকে করলেন গৌরব৷ তবে হাসপাতাল সূত্রে খবর চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেত্রী। এই মুহূর্তে জ্বর নেই, ব্লাড প্রেসার এবং স্যাচুরেশন স্বাভাবিক।
২০২১ সালে বোন টিউমার জয় করে এখন সম্পূর্ণ সুস্থ গৌরব। অস্ত্রোপচারের পরেরদিনই ঐন্দ্রিলার সঙ্গে দেখা হয়েছিল তাঁর। সেদিনের কথা স্মরণ করেই গৌরব লেখেন, তিনি হাসপাতালে ভর্তি শুনে ঐন্দ্রিলা নিজেই এসেছিলেন আলাপ করতে৷ মিষ্টি হাসি হেসে ঐন্দ্রিলা বলেছিলেন, “শুনলাম তোমার সার্জারি হয়েছে এখানে ভরতি।” সেদিন থেকেই ঐন্দ্রিলার প্রতি স্নেহ সম্মান আরও বেড়ে গিয়েছিল গৌরব। এদিন গৌরব লিখেছেন, "ওপরে যিনি গল্প লিখছেন তার কাছেই আমার প্রশ্ন রইল এতটাও নিষ্ঠুর নাইবা হলে? তুমি সুস্থ হয়ে ওঠো…তোমার পাশে আমরা সবাই আছি ঐন্দ্রিলা…সবসময় তোমার জন্য প্রার্থনা করব।”