ডিসেম্বরে সানাই বাজতে চলেছে টলিপাড়ায় (Tollywood)। গাঁটছড়া বাঁধতে চলেছেন 'গোধুলি আলাপ'-এর (Godhuli Alap) রোহিণী অর্থাৎ রোশনি ভট্টাচার্য (Roshni Bhattyacharya)। খাতায় কলমে বিয়ে সারলেও এবার ব্যবসায়ী তূর্য সেনের সঙ্গে তাঁর সাতপাকে বাঁধা পড়ার পালা। আগামী ৮ ডিসেম্বর তাঁদের চার হাত এক হতে চলেছে। আর বিয়ে মানেই তো আইবুড়ো ভাত।
ইতিমধ্যেই আইবুড়ো ভাত পর্ব শুরু হয়ে গিয়েছে অভিনেত্রীর। আর সেই আইবুড়ো ভাত খাওয়া নিয়েই হইহই কাণ্ড। কারণ সিঁদুর পরে আইবুড়ো ভাত খাচ্ছেন রোশনি। কিন্তু বিয়ের আগেই সিঁদুর পরে আইবুড়ো ভাত খাচ্ছেন অভিনেত্রী? এভাবে কেন আইবুড়ো ভাত খেলেন তিনি? অনুরাগীদের এসব প্রশ্নই যেন উপচে পড়ছে অভিনেত্রীর কমেন্ট বক্সে।
যদিও ছবি দেখেই বোঝা যাচ্ছে, ধারাবাহিক 'গোধুলি আলাপ'-এর মেক আপ ঘরেই আইবুড়ো ভাত খাচ্ছেন তিনি। আর তাঁকে ভাত খাওয়াচ্ছেন অভিনেতা ভাস্কর। অভিনেত্রীর পরনে কালো প্যান্ট আর সাদা শার্ট। কপালে সিঁদুর। যা স্পষ্টই বুঝিয়ে দিচ্ছে চরিত্রের খাতিরে সিঁদুর পরেছেন তিনি। আর সেটা পরেই পাত পেড়ে আইবুড়ো ভাত খেতে বসে গিয়েছেন শুটিংয়ের ফাঁকে।
আরও পড়ুন- দীর্ঘদিনের সম্পর্কে ইতি, ব্রেক-আপের কারণ জানালেন খোদ ঋতাভরী