রেজিস্ট্রি ম্যারেজ আগেই হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন রোশনি ভট্টাচার্য (tollywood actor roshni bhattacharyya ) এবং তূর্য সেন। সাবেকিয়ানায় মোড়া এই বিয়ের আসর বসেছিল শহরের এক বিলাসবহুল রিসোর্টে।
ধুমধাম করে আয়োজিত এই বিয়েতে উপস্থিত ছিলেন তাঁদের টলিপাড়ার বন্ধুরা (Tollywood)। সারা রাত ধরে চলে হই হুল্লোড়। মেনুতে ছিল পোলাও, মাটন, কুলফি ফালুদা আরও কত্ত কি।
রোশনির পরনে ছিল গোলাপি বেনারসি। সঙ্গে চোখ ধাঁধানো রকমারি সোনার গয়না। আর তূর্য সেজে উঠেছিলেন খাঁটি বাঙালি জামাইয়ের সাজে। তাঁর পরনে ছিল মেরুন সুতোর কাজ করা পাঞ্জাবী।
আরও পড়ুন- ‘দুপুর ঠাকুরপো’র ফুলওয়া বৌদির জীবনে শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া! মুখ খুললেন অভিনেত্রী ফ্লোরা
সিঁদুরদান, মালাবদল সব রীতি মেনেই বৃহস্পতিবার তাঁদের বিয়ে হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির বিয়ের ছবিতে শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীরা।