ছোট পর্দার অভিনেতা সুমন দের (Suman Dey) সম্পর্কে বিস্ফোরক অভিযোগ। তাঁর বিরুদ্ধে মাস খানেক আগে মধ্যরাতে মত্ত অবস্থায় প্রাক্তন সহকর্মী দিয়া চক্রবর্তীর (Diya Chakroborty) বাড়িতে গিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এক সংবাদ মাধ্যমকে দিয়া জানিয়েছেন, এই ঘটনা সত্যি। কিন্তু একমাস পরে এই ঘটনা নিয়ে তিনি আর কোন জল ঘোলা চান না।
ঠিক কী ঘটেছিল?
দিয়ার কথায়, সুমন তাঁর সহকর্মী ছিলেন। এর থেকে বেশি সম্পর্ক তাঁদের মধ্যে কোনও দিনই গড়ে ওঠেনি। তাঁর অভিযোগ, শুধুমাত্র একই অঞ্চলে তাঁদের বাড়ি সেই কারণেই ব্যক্তিগত সমস্যার জন্য মাঝরাতে তাঁর বাড়িতে চলে আসেন সুমন।
আরও পড়ুন- বিদায় ঘণ্টা বাজল গাঁটছড়ার! কবে শেষ হতে চলেছে ধারাবাহিক? কী বলছে খড়ি?
সেই সময়ে সুমনের বান্ধবী সুরভী সান্যাল তাঁর সঙ্গে ছিলেন বলে জানিয়েছেন দিয়া। এমনকি তিনি হরিদেবপুর থানায় সুমনের নামে অভিযোগও দায়ের। যদিও এই ঘটনার পর আর কোনও ভাবেই দিয়াকে বিরক্ত করেননি সুমন।