চিরদিনই তুমি যে আমার। এক ছবিতেই হিট পেয়েছিল টলিউডের নতুন জুটি প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) এবং রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul banerjee)। কিন্তু এত হিট হওয়ার পরেও রাহুল প্রিয়াঙ্কাকে আর বড় পর্দায় দেখা যায়নি। এমনকি মানসিক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। সম্প্রতি আর সাক্ষাৎকারে, প্রিয়াঙ্কা সে কথাই জানালেন। এমনকি জানালেন কিভাবে তাঁর বাবা-মায়ের স্বপ্ন ধুলিস্যাৎ করে দিয়েছিলেন।
তাঁর কথায়, কেউ যখন বলে চিরদিনই খুব ভাল লেগেছিল তাঁর দুঃখ হয়। কারণ সাফল্য পেয়েও ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছিলেন তিনি। কারণ ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির পর্দার প্রেম রাহুল-প্রিয়ঙ্কার প্রেম বাস্তব জীবনে গড়িয়েছিল। সাত পাকে বাঁধা পড়েছিলেন রাহুল, প্রিয়াঙ্কা। তাঁদের একটি ছেলেও রয়েছে।
আরও পড়ুন - অ্যাওয়ার্ড শোয়ের বিচারক নিজে মনোনীত! সেরার তালিকায় নেই 'ভালবাসার মরশুম', ক্ষুব্ধ সৃজিত
সন্তান জন্মের পর আলাদা হয়ে যান তাঁরা। সেই সময় বহুদিন বিনোদন জগত থেকে দূরে ছিলেন প্রিয়াঙ্কা। যে কারণে তাঁর মনে হয় সময় তাঁকে যারা সুযোগ দিয়েছিলেন এবং তাঁর বাবা-মা যে স্বপ্ন দেখেছিল তা পূরণ করতে পারেননি তিনি। যা ভাবলেও আজও অপরাধবোধ কাজ করে তাঁর মধ্যে।