বসন্ত পেরোতেই পরপর বেশ কয়েকটা ভাঙনের সাক্ষী থেকেছে টলিপাড়া। এবার একটু ভাল খবর। মনের মানুষ খুঁজে নিয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। আর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই বুঝিয়ে দিয়েছেন তা।
সন্দীপ্তার মনের মানুষ সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। ফিল্ম ইন্ডাস্ট্রিরই মানুষ, তবে অভিনয়ের সঙ্গে যুক্ত নন। সৌম্য একটি জনপ্রিয় বাংলা ওটিটি প্ল্যাটফর্মের চিফ অপারেটিং হেড।
এক বন্ধুর মিউজিক ভিডিও প্রকাশের অনুষ্ঠানে গিয়ে সন্দীপ্তা সঙ্গে সৌম্যর দেখা দেখা হয়। তারপর বছর খানেকের বন্ধুত্ব, পরে প্রেম। গত কয়েকমাস ধরে সম্পর্কে রয়েছেন সৌম্য ও সন্দীপ্তা। সম্প্রতি, একসঙ্গে বিদেশ থেকেও ঘুরে এসেছেন একসঙ্গে।
Alia Bhatt Pregnancy News: বলিউডে খুশির খবর! মা হচ্ছেন আলিয়া ভাট
সৌম্যর সঙ্গে একটি ছবি শেয়ার করে সন্দীপ্তা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'গল্প হলেও সত্যি;, আর তাতেই মিয়াঁ বিবির সম্পর্কে আনুষ্ঠানিক সিলমোহর পড়েছে।