'সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম', কিন্তু ঐন্দ্রিলার মৃত্যু সংবাদের মতো কঠিন সত্যিটাকে কিছুতেই যেন মেনে নেওয়া যাচ্ছে না। দীর্ঘ ২০ দিনের লড়াই শেষ। এবারটা আর ফেরা হল না 'ফিনিক্স' হয়ে। মাত্র ২৪ বছর বয়সে প্রয়াত অভনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma Passes Away)। লক্ষ লক্ষ মানুষের প্রার্থনাতেও ঘটল না মীরাকেল। টলিপাড়া সহ সারা বাংলায় ভর দুপুরেও নেমে এল শোকের কালো ছায়া।
সোশ্যাল মিডিয়ায় খানিকক্ষণের মধ্যেই থেমে গিয়েছে সমস্ত আনন্দ। অভিনেত্রী শ্রুতি দাস, অভিনেতা গৌরব রায় চৌধুরী, জয়জিৎ বন্দোপাধ্যায় কিছু বলার ভাষা হারিয়েছেন৷ তাদের ফেসবুকের ডিপিতে অন্ধকারে জ্বলছে একটি মোমবাতি।
জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা ঐন্দ্রিলার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, যেখানেই থেকো ভালো থেকো। সৌরভ পালোধী লিখছেন, "তোর নাম্বারটা ফোন থেকে ডিলিট করবো না। শেষ মেসেজগুলো রয়ে যাক। যতটুকু রেখে দেওয়া যায় তোকে আমাদের সাথে। দেখা হবে কোনোদিন। অন্য কোথাও। হয়তো।" তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য লিখছেন, "ঈশ্বর তোমায় আরও আরও অনেকটা শক্তি দিন...সমস্ত সংশয়কে হারিয়ে, সমস্ত আশঙ্কাকে ফুৎকারে উড়িয়ে, জমাট বাঁধা আঁধারের বুকে মশালের মিছিল হানো..। স্বমহিমায় ফিরে এসো ঐন্দ্রিলা"
অভিনেত্রী ঐন্দ্রিলার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেবযানী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সব লড়াই শেষ... ঐন্দ্রিলা তোকে মনে পড়বে আজীবন।। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোর পরিবার পরিজনকে যেন শক্তি দেন এমন আঘাত সহ্য করার... শান্তি আসুক।।