বাঙালির সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া উৎসব। ভাই-বোনের সম্পর্ক নিয়ে এমন অপূর্ব উদযাপন পৃথিবীর আর কোন জাতির মধ্যে রয়েছে তা রীতিমতো বিতর্কের বিষয়। ঘরে ঘরে ভাইবোনের সম্পর্কের উৎসবের এই দিনটি পালনে পিছিয়ে নেই তারকারাও। টলিউডের একাধিক তারকা তাঁদের পরিবারের সঙ্গে এই দিনটি পালন করে ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের কাছ থেকে পেলেন অজস্র ইতিবাচক প্রতিক্রিয়াও।
এই তারকাদের তালিকায় যেমন রয়েছেন টলিউডের কিংবদন্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তেমনই রয়েছেন অঙ্কুশ, কৌশানীর মতো নতুন প্রজন্মের তারকারাও। ভাইফোঁটার ছবি শেয়ার করেন শুভশ্রী, তনুশ্রীদের মতো নায়িকারাও।
এই ছবিতেই আবার শুভশ্রীর কাছ থেকে ফোঁটা নিতে দেখা গেল বিখ্যাত সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়কে। কৌশানীর কাছ থেকে ফোঁটা নিচ্ছেন বিধায়ক অরূপ বিশ্বাস, সেই ছবিও নিজের ইনস্টাগ্রাম থেকে শেয়ার করেন অভিনেত্রী।
ভাইফোঁটার ছবি শেয়ার করেন অঙ্কুশ মজা করে লেখেন, 'নাহ! বয়সটা হয়েছে এবার'! অন্যদিকে, টলিউডের কিংবদন্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, "ভাইফোঁটার দিনটা বরাবর special... রইলো কিছু মুহূর্ত..."