না, প্রেমের সম্পর্ক ফিকে হলেও এখন আর মুখ দেখাদেখি বন্ধ হয় না। টলিপাড়ায় সেই ট্রেন্ড চালু রয়েছে বেশ কয়েক বছর আগে থেকেই। তবে এবার যেন প্রাক্তনদের কাছেই ফেরাও একটা প্রবণতা হয়ে উঠছে। এক সময়ে গাঢ় হয়েছিল সম্পর্ক, প্রেম-বিয়ে পেরিয়ে মাঝে দূরত্ব... প্রাথমিক তিক্ততা কাটলেই ফের যেন কাছাকাছি আসছেন একগুচ্ছ তারকা যুগল।
চির দিনই তুমি যে আমার খ্যাত জুটি রাহুল প্রিয়াঙ্কার (Rahul-Priyanka)জুটি রিল থেকে রিয়ালে গড়িয়েছিল, বিয়ে হয়েছিল, সন্তানের বাবা-মা হয়ে সংসার করছিলেন দুজন, তারপর বিচ্ছেদ, এখন সেই শুরুর দিকের মেঘ কেটে যেন নতুন সূর্য উঠছে। অনেকেই বলছে ফের কাছাকাছি আসছেন রাহুল-প্রিয়াঙ্কা।
Sid-Kiara Wedding-OTT: সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের লাইভ স্ট্রিমিং? বিয়ের আদ্যপান্ত দেখা যাবে কোন OTT-তে?
বন্ধুত্ব থেকে প্রেম, দীর্ঘ লিভ-ইন সম্পর্ক তারপর হঠাৎ বিচ্ছেদ রজনয় বিষ্ণু আর সোহিনী সরকারের (Sohini-Ranojoy)। এক বছরের মাথায় কিন্তু বেশ কয়েকবার ফের একসঙ্গে দেখা গিয়েছে দুজনকে, বইমেলা হোক, বা বাড়ির পুজোয়, একসঙ্গে আড্ডা মেরেছেন, ক্যামেরার সামনে পোজও দিয়েছেন।
আট বছরের দাম্পত্যে ভাঙন এসেছে তথাগত-দেবলীনার (Tathagata-Debleena)। গত বছর থেকেই আলাদা থাকছেন দুজন। প্রকাশ্যে দুজনই জানিয়েছেন দুজনের প্রতি সম্মান অটুট রেখে আলাদা থাকছেন। কিন্তু বছর গড়াতেই দুজনই কি কিছুটা স্মৃতিমেদুর? সম্প্রতি বইমেলায় একসঙ্গে দেখাও গেছে তাঁদের।
বসন্তের কাছাকাছি এলে কি তবে এমনটাই হয়? পুরনোকে ভাল লাগে, ভালবাসতে ইচ্ছে হয় আবার?