শুভ নববর্ষ, আজ বাংলা ক্যালেন্ডারের পয়লা তারিখ। বাঙালিদের নতুন পোশাক পরার দিন। সকাল থেকেই মেসেজ বক্স, হোয়াটস্যাপে জমতে শুরু করেছে নববর্ষের মেসেজ। টলিপাড়ার বং সুন্দরীরাও নতুন পোশাকে সেজেছেন। শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের।
বিয়ের পর প্রথম পয়লা। শুভেচ্ছা জানিয়েছেন সন্দীপ্তা সেন। তিনি শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘পয়লা বৈশাখ মানেই নতুনের ডাক। আল্পনা আঁকা পথ, নতুন জামা, সবাই মিলে উৎসবের আনন্দে মেতে ওঠা।’ সবুজ শাড়িতে , ফুলে মুড়েছেন বেনুনি।
অভিনেত্রী সোহিনীও এদিন গায়ে জড়িয়েছেন নতুন শাড়ি। নীলাম্বরী শাড়ি মোহময়ী অভিনেত্রী। সোহিনী লিখেছেন, ‘১৪৩১ শুভ হোক!’
পোষ্যদের সঙ্গেই মিমি কাটাচ্ছেন নববর্ষ, বড়দের প্রণাম ছোটদের নববর্ষের ভালবাসা জানিয়েছেন মিমি। বাঙালি খাবারেই লাঞ্চ সেরেছেন মিমি।
মনামি আবারও তাক লাগিয়েছেন সাজে। মিষ্টির থালি সাজিয়ে বসেছেন মনামি। ক্যাপশনে লিখেছেন। ‘মিষ্টি ছাড়া পয়লা আবার মিষ্টি নয় নাকি?’ তাঁদের সেসব ছবি নেটপাড়ায় কার্যত ভাইরাল।